বায়োজিন কসমেসিউটিক্যালস এর ১০ম ব্রাঞ্চের যাত্রা শুরু মিরপুর-১ চিড়িয়াখানা রোডে

February 7, 2024

সুবিশাল পরিসরে বায়োজিন আসছে মিরপুর- চিড়িয়াখানা রোডে। আগামী মার্চ গ্র্যান্ড ওপেনিংআপনারা সবাই আমন্ত্রিত , বায়োজিন কসমেসিউটিক্যালসমিরপুর , লেভেল- সুমি টাওয়ার( বাংলাদেশ আই হসপিটাল বিল্ডিং ), চিড়িয়াখানা রোড, মিরপুরঢাকা। বায়োজিনের মিরপুর ব্রাঞ্চে একই ছাদের নিচে পাবেন স্কিন কেয়ার ফিটনেস এর সকল সমাধান; অত্যাধুনিক স্কিন কেয়ার ট্রিটমেন্ট , ডার্মো কসমেটিকস, সুবিশাল স্লিমিং সেন্টার।


বায়োজিন কসমেসিউটিক্যালস এর ১০ম ব্রাঞ্চ মিরপুর এর উদ্বোধন উপলক্ষে বরাবরের মতো থাকবে দারুণ সব অফার, আমাদের সঙ্গেই থাকুন


ঢাকার ধানমন্ডি, উত্তরা, শান্তিনগর, মিরপুর,ওয়ারী বসুন্ধরা সিটি ব্রাঞ্চ, চট্টগ্রাম , রাজশাহী সিলেটের পর বায়োজিন কসমেসিউটিক্যালস এবার তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে মিরপুর- চিড়িয়াখানা রোডে অত্যাধুনিক সব বিউটি ট্রিটমেন্ট, সুবিশাল ফিটনেস সেন্টার, নিউট্রিশনিস্ট ডক্টর দের সার্বক্ষনিক সেবা, স্কিন টেস্ট, বিসিএ টেস্ট করার সুবিধা সহ, ইউরোপের সব বিশ্বখ্যাত ডার্মো কসমেটিকস আর বিশ্বনন্দিত ভাইপেরা কুইজের কালার কসমেটিকস নিয়ে বিশাল পরিসরে শুরু হতে যাচ্ছে বায়োজিন কসমেসিউটিক্যালস এর মিরপুর- ব্রাঞ্চ।

 

Back to top