
উপকরণঃ
১/২ কাপ কোকোনাট মিল্ক।
২ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ কোকোনাট অয়েল

প্রস্তুত প্রণালীঃ
১। একটি বাটিতে কোকোনাট মিল্ক, হানি এবং কোকোনাট অয়েল ভালোভাবে মেশান।
২। মাস্কটি ভেজা চুলে ব্যবহার ক্রুন।
৩। এবার স্ক্যাল্প ভালোভাবে ম্যাসাজ করুন।
৪। ৩০ মিনিট থেকে এক ঘন্টার জন্য চুলে মাস্কটি রেখে দিন।
৫। এবার হালকা গরম পানি এবং শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।

উপকারিতাঃ
এই DIY হেয়ার মাস্ক চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করবে। চুলকে করবে সফট ও শাইনি। কোকোনাট মিল্ক চুলের হাইড্রেশন ধরে রাখে। মধু চুলকে ময়েশ্চারাইজ রাখে এবং চুল উজ্জ্বল করে। কোকোনাট অয়েল চুলকে করে আরও মজবুত।